পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশের মেয়েরা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০১৫
হার দিয়ে পাকিস্তান সফর শুরু করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বুধবার পাকিস্তানের করাচির সাউদ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের ১ম টি-২০ ম্যাচে স্বাগতিক নারী দলের কাছে ২৯ রানে পরাজিত হয়েছে সালমা বাহিনী।
টস জিতে প্রথমে ব্যাটিং নিয়ে স্বাগতিকরা বিসমাহ মারুফের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে। ম্যাচ সেরার পুরস্কার পাওয়া বিসমাহ মাত্র ৫৭ বলে ৫টি বাউন্ডারির সহায়তায় অপরাজিত ৬৫ রান সংগ্রহ করেন। ৪৩ বলে ৪৪ রান সংগ্রহ করেন সতীর্থ ওপেনিং ব্যাটসম্যান জাবেরিয়া খান। বাংলাদেশের হয়ে অভিষেক ম্যাচেই ২ উইকেট লাভ করেন নাহিদা আকতার। একটি করে উইকেট নেন জাহানারা আলম ও ফাহিমা খাতুন।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সক্ষম হয় সফরকারী নারী টাইগাররা। দলের হয়ে ২৩ রান করে সংগ্রহ করেছেন ওপেনার আয়শা রহমান ও ওয়ানডাউন ব্যাটসম্যান ফারজানা হক। মিডল অর্ডারে রুমানা আহমেদ ২২ রান সংগ্রহ করলেও দলের আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের রান করতে পারেননি। স্বাগতিক দলের আনাম আমিন দুটি এবং সুমাইয়া সিদ্দিকি, সানা মির, মিসমাহ মারুফ, নাইদা দার ও আলেয়া রিয়াজ একটি করে উইকেট সংগ্রহ করেন।
এই জয়ের ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক পাকিস্তান প্রমীলা দল। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ১২৪/৫ (২০ ওভার), মিসমাহ মারুফ ৬৫*, জাবেরিয়া খান ৪৪, নাহিদা আকতার ২/১৭।
বাংলাদেশ: ৯৫/৭ (২০ ওভার), আয়শা রহমান ২৩, ফারজানা হক ২৩ , রুমানা আহমেদ ২২, আনাম আমিন ২/১৭।