তৃষ্ণা মেটাতে গিয়ে!
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
তৃষ্ণার্ত চিতাবাঘটি একটি লোহার কলসির ভেতরে মুখ দিয়ে পানি পান করার চেষ্টা করেছিল। কিন্তু তৃষ্ণার দায় মাথায় আটকে গিয়ে পাঁচঘন্টায় যন্ত্রণায় কাতর হয়ে ঘুরেছে অবলা প্রাণীটি।
ভারতের রাজস্থানে প্রদেশের একটি গ্রামে ঘটেছে এই ঘটনা। স্থানীয় মানুষরা জানান, পানির খোঁজে আসা প্রাণীটির মাথা কলসির ভেতরে আটকে যায়। দ্বিধান্বিত ও ভীত হয়ে চিতাবাঘটি সারা গ্রামে ঘুরে বেড়ায়। এই সময় স্থানীয় মানুষরা্ এর ছবি ও ভিডিও ধারণ করেন। বনবিভাগের কর্মর্তারা চেতনা নাশক্ ঔষধ ব্যবহার করেন,এবং সতর্কতার সঙ্গে বাঘটির মুখ থেকে কলসিটি কেটে বের করেন। ভারতে সর্বশেষ পশুশুমারি অনুযায়ী ১২ থেকে ১৪ হাজার চিতাবাঘ রয়েছে।