দেশের মোবাইল গ্রাহক ১৩ কোটি ছাড়ালো
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
বাংলাদেশে মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। আর ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি গ্রাহক। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বৃহস্পতিবার মোবাইল গ্রাহক সংখ্যার হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।
বিটিআরসি হালনাগাদ তথ্য অনুযায়ী, আগস্ট মাসের শেষে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল (বিক্রি হওয়া সিম সংখ্যার ভিত্তিতে) ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার।
গত বছর আগস্টে এই সংখ্যা ছিল ১১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার। এই হিসেবে এক বছরে গ্রাহক বেড়েছে ১১ শতাংশের বেশি।
এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা জুলাই থেকে ১১ লাখ বেড়ে আগস্ট শেষে ৫ কোটি ৫০ লাখ হয়েছে। এই সময়ে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ লাখ বেড়ে ৩ কোটি ২৮ লাখ, রবি’র ৪ লাখ বেড়ে ২ কোটি ৮৩ লাখ, এয়ারটেলের ৪ লাখ বেড়ে ৯৪ লাখ হয়েছে। তবে সিডিএমএ অপারেটর সিটিসেলের গ্রাহক ২৭ হাজার কমে ১১ লাখ ৩৪ হাজার এবং রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটকের গ্রাহক প্রায় দেড় লাখ কমে ৪০ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১২ কোটি ৮৭ লাখ।