কৃষকদের ৩২ কোটি টাকা সহায়তা দেবে সরকার
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং উন্নত ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে সরকার কৃষকদের ৩২ কোটি টাকার বেশি সহায়তা হিসেবে দেবে। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী জানান, দুই কর্মসূচিতে সরকারের ৩২ কোটি ৪৯ লাখ টাকার বেশি খরচ হবে।
তিনি জানান, এর মধ্যে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১২ জেলার দুই লাখ ২২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ২০ কোটি ৭৫ লাখ সাত হাজার ৫০০ টাকার বীজ, রাসায়নিক সার বিনামূল্যে দেয়া হবে। এছাড়া উন্নত জাতের ও নতুন উদ্ভাবিত ফসল আবাদে আরো ১২টি জেলার এক লাখ ৭১০ জন কৃষককে ১১ কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৬৬০ টাকা সহায়তা দেয়া হবে। পুরো অর্থের জোগান মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে দেয়া হবে বলে জানান তিনি।
কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর, পাবনা, নওগাঁ, নাটোর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার চাষীদের জন্য গম, ভুট্টা, সরিষা ও আলু আবাদে পুনর্বাসন কর্মসূচি নেয়া হয়েছে।