নিজেদের আড়াল করতেই বিএনপি বলছে ‘জঙ্গি নেই’: তথ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘‘বিএনপি নেতৃবৃন্দ ‘দেশে জঙ্গিবাদ নেই’ বা ‘সরকার জঙ্গিবাদকে দেশের বিপদ হিসেবে দেখিয়ে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে’ বলে যে বক্তব্য দিয়েছেন, তা তাদের নিজেদের পরিচালিত আগুনসন্ত্রাস বা তাদের পৃষ্ঠপোষকতায় ঘটা জঙ্গিবাদী-মৌলবাদী নাশকতা-অন্তর্ঘাত আড়াল করার চেষ্টা ছাড়া কিছুই নয়।’
বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সাক্ষাত্কারে তিনি একথা বলেন ।
অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ‘জঙ্গি-নাশকতা-অন্তর্ঘাত এবং বিএনপি-জামাতের আগুনসন্ত্রাস সফলভাবে দমন করে শেখ হাসিনার সরকার দেশে জননিরাপত্তা ও শান্তি নিশ্চিত করেছে। ফলে ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর ছিল উত্সবমুখর। কোনো দুর্ঘটনা ঘটেনি। এ থেকে এটাই প্রমাণিত হয় যে, বিভিন্ন সময়ে জঙ্গি তত্পরতা চালানো হলেও সরকার নিরাপত্তা বিধানে দক্ষ এবং সক্ষম।’
এমন পরিস্থিতিতে অস্ট্রেলীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর স্থগিত করা দুঃখজনক উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘‘বিএনপি’র দু’টো বক্তব্য-‘বাংলাদেশে জঙ্গিবাদ নেই’ এবং ‘সরকার জঙ্গিবাদ সম্পর্কে বিদেশে মিথ্যা প্রচার করেছে’, এ দু’টোই অসত্য এবং উদ্দেশ্যপ্রণোদিত।’’