জোড়া গোলে রোনালদোর জোড়া রেকর্ড
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগে মালমোর বিপক্ষে জোড়া গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো ছুয়েছেন ক্যারিয়ারের ৫০০ তম গোলের মাইলফলক। এছাড়া রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউলের গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি।
মালমোর বিপক্ষে বুধবার চ্যাম্পিয়নস লিগের ২-০ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোল করে রোনালদো রাউলের সাথে মাদ্রিদের হয়ে ৩২৩ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে রাওলের থেকে প্রায় ৪০০ ম্যাচ কম খেলেছেন রোনালদো। এছাড়া ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলকতো ছিলই। ক্যারিয়ারে ৭৫৩তম ম্যাচে রোনালদো ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তিনি ১১৮টি, ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি ও পর্তুগিজের হয়ে ৫৫ গোল করেছেন রোনালদো।
ম্যাচ শেষে রোনালদো বলেছেন, আমি দারুন খুশী। অসাধারণ এই রেকর্ড গড়ার জন্য যে সমস্ত সতীর্থরা আমাকে সহযোগিতা করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশ্বের অন্যতম বড় একটি ক্লাবের হয়ে এ ধরনের রেকর্ড গড়াও সম্মানের। ৩০ বছর বয়সী এই তারকা উইঙ্গার ক্যারিয়ারের ৫০০ ও ৫০১তম গোল দুটি করে সুইডিশ চ্যাম্পিয়ন মালমোর বিপক্ষে মাদ্রিদকে গ্রুপ-এ’র ম্যাচে জয় এনে দেন। এই গোলের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে নিজের গোলসংখ্যা ৬৭তে উন্নীত করলেন সিআর সেভেন।
নতুন এই রেকর্ডে রোনালদোর ভূয়সী প্রশংসা করেছে রিয়ালের কোচ রাফায়েল বেনিতেজ। নতুন রেকর্ডের পরে বেনিতেজ বলেছেন, আশা করছি সে নিজেকে আরো ছাড়িয়ে যাবে। এত কম সময়ে এত বড় অর্জন সত্যিই অসাধারণ। এজন্যই সে অন্য সকলের থেকে আলাদা।