‘কিংকং’ পরিচালক গিলেরমিন আর নেই
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
১৯৭৬ সালের সুপার ডুপার হিট ‘কিং কং’ ছবির কথা ভুলতে পারেনা কোন সিনেপ্রেমী দর্শক। সম্প্রতি মারা গেছেন সেই ছবির পরিচালক জন গিলেরমিন। রবিবার ৮৯ বছর বয়সে ক্যালিফোর্নিয়ার নিজ বাড়িতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি।
‘কিং কং’ ছিড়াও অগাথা ক্রিস্টির কাহিনি অবলম্বনে ‘ডেথ অন দ্য নাইল’ এবং ডিজাস্টার ক্লাসিক ‘দ্য থ্রোয়িং ইনফার্নো’র মত বিখ্যাত ছবি নির্মাণ করেছেন তিনি।