হাইটেক পার্ক নির্মাণে কাজ করবে জাপানের রি-টেম কর্পোরেশন
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৫
দেশে প্রযুক্তিভিত্তিক হাইটেক পার্ক নির্মাণের পরিকল্পনা উন্নয়ন ও সফল বাস্তবায়নের জন্য জাপানের রি-টেম কর্পোরেশন ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চুক্তি অনুযায়ী হাইটেক পার্কের সম্ভাব্যতা যাচাই, চূড়ান্ত পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে কাজ করবে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বাংলাদেশ হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম ও জাপানের অর্থ মন্ত্রণালয়ের বাণিজ্য ও শিল্প বিভাগের ভাইস মিনিস্টার ইয়োশিহিরো শেকি সমঝোতা স্বারকটিতে সই করেন।
পরিবেশের ক্ষতি না করে ইকো ম্যানেজমেন্ট ধারণা নিয়ে অনেকদিন থেকেই বিভিন্ন দেশে কাজ করছে জাপানের রি-টেম কর্পোরেশন। আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক বলেন, দেশের বেশ কয়েকটি জেলায় প্রযুক্তিনির্ভর হাইটেক পার্ক নির্মাণ কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে অনেক তরুণের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি প্রযুক্তি নিয়ে বিভিন্ন কাজে গতিশীলতা বাড়বে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও রি-টেম কর্পোরেশনের কর্মকর্তা ও দেশি বিদেশি বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।