ইউরোপা লিগে লিভারপুলের টানা দুই ড্র
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫
চ্যাম্পিয়ন্স লিগে নেই, ইউরোপা লিগেও একের পর এক হোঁচট খেয়ে চলেছে লিভারপুল। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে সুইস ক্লাব সিওনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রেন্ডন রজার্সের দল।
এর আগে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের ক্লাব বোর্ডেক্সের মাঠেও ১-১ গোলে ড্র করেছিল লিভারপুল। দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে ‘অল রেড’ নামে পরিচিত দলটি। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সিওন। বৃহস্পতিবার রাতে আনফিল্ডে ম্যাচের চতুর্থ মিনিটে অ্যাডাম লাল্লানার গোলে এগিয়ে যায় লিভারপুল। কিন্তু এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ১৭ মিনিটে ১-১ সমতায় ফেরে সিওন। দলের হয়ে সমতাসূচক গোলটি করেন ঘানার স্ট্রাইকার ইবেনেজার আসিফুয়াহ।
ম্যাচের বাকি সময়ে লিভারপুল বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। অতিথিরাও আর গোল করতে পারেনি। ফলে ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচটি। আগামী ২২ অক্টোবর গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে রাশিয়ান ক্লাব রুবিন কাজানের মুখোমুখি হবে লিভারপুল।