অস্ট্রেলিয়ার সফর স্থগিত করার সিদ্ধান্ত বাড়াবাড়ি : পিসিবি সভাপতি
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়াটা অতি সংবেদনশীল সিদ্ধান্ত বলে মনে করেন পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি শাহরিয়ার খান। তিনি মনে করেন, নিরাপত্তা ইস্যুতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দুই দেশ বড় বেশি বাড়াবাড়ি করে।
বাংলাদেশে অস্ট্রেলিয়ান নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, সরকারের এমন সতর্কতার পরে এখন সফরে না আসার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার নিরাপত্তা দল বাংলাদেশ সফরের সময়ে ইতালিয়ান নাগরিক হত্যা এবং জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটসের দায় স্বীকার এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। আগামী ৯ অক্টোবর প্রথম টেস্ট শুরু হওয়ার কথা ছিল। এই প্রসঙ্গে পিসিবি সভাপতি, একজন ইতালিয়ান খুন হল এবং সঙ্গে সঙ্গে সফর বাতিল করা হল। আমাদের দেশে ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। শাহরিয়ার ২০০৩ সালের পরে পাকিস্তানে জঙ্গি হামলায় নিহতর সংখ্যা বলেছেন। এটা অস্ট্রেলিয়ার অতিরিক্ত সংবেদনশীল সিদ্ধান্ত।
লাহোরে ২০০৯ সালে শ্রীলঙ্কার বোমা হামলার পরে গত মে মাসে জিম্বাবুয়ের সঙ্গে ঘরের মাঠে খেলেছে। জঙ্গিবাদের ঝুঁকিটা বাস্তব মেনে নিয়েও নিরাপত্তার বিষয়ে পূর্ণ আস্থা রাখার জন্য আবেদন জানিয়ে পিসিবি সভাপতি বলেন, জঙ্গিবাদ নিয়ে দুশ্চিন্তা একটা নির্দিষ্ট পর্যায়ের থাকতেই পারে। কিন্তু তাদের বাংলাদেশী, ভারতীয়, শ্রীলঙ্কান ও পাকিস্তানিদের সমর্থন করতে হবে। আমরা তাদের শতভাগ নিরাপত্তা প্রদান করি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো কিছু দেশ নিরাপত্তা নিয়ে অতিমাত্রায় সংবেদনশীল।