আগামীকাল থেকে শুরু ‘কৃষ্ণপক্ষ’
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫
ঢালিউডে এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহী। ক্যারিয়ারে এ পর্যন্ত অনেকগুলো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছেন তিনি। এবার তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় প্রেমের উপন্যাস ‘কৃষ্ণপক্ষ’ অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করছেন শাওন। আর এই ছবিতে নায়িকা চরিত্রে দেখা যাবে মাহীকে। চলচ্চিত্রে চিত্রনায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করবেন তিনি। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রটির শুটিং। এটি শাওনের প্রথম চলচ্চিত্র। এ প্রসঙ্গে মাহী বলেন, ‘কল্পনা করিনি কখনও হুমায়ূন স্যারের গল্পে কাজ করতে পারবো। সত্যি স্বপ্নের মতো লাগছে। চেষ্টা করবো তার গল্পের মতোই নিজেকে তৈরি করতে। শনিবার থেকেই সেই পরীক্ষা শুরু।’
রিয়াজ ও মাহী ছাড়াও অভিনয় করবেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, ফারুক আহমেদসহ অনেকে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।