বন্ধুর চেয়ে বেশি
প্রকাশিত হয়েছে : ০২ অক্টোবর ২০১৫
আজ বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘বন্ধুর চেয়ে বেশীি’। মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য রচনা ও পরিচালনায় টেলিফিল্মটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, সুমাইয়া শিমু, পাভেল ইসলাম, মাহফুজ ইসলাম, হাসি মুন, শিখা, বাদল প্রমুখ।
কোনো এক মফস্বল শহরের মোবাইল ফোনের দোকান সুজনের। কবি স্বভাবের এই ছেলে তার দোকানে বসে অন্যদের ফোনে সহায়তা করে, কবিতা, প্রেম পত্রও লিখে দেয়। কখনও ই-মেইল, কখনও ফেসবুক, কখনও আবার হাতে লেখা চিঠি। মালয়েশিয়ায় তার স্বামীর কাছে ফোন করতে একদিন সাথী সুজনের দোকানে আসে। প্রাইমারিতে পড়ার সময় সুজন-সাথী একই স্কুলে পড়তো। এতোদিন পর আবার দেখা হওয়ায় দু’জনই খুব খুশি। এভাবে দিনে দিনে ওদের বন্ধুত্ব গভীর হয়। সুজন সাথীকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু একদিন সাথীর স্বামী শামীম মেইল করে জানায়, বিদেশ যাওয়ার জন্য যে বাড়ি তারা বন্ধক রেখেছিল সেটা ছাড়ানোর সময় হয়ে এসেছে। জেল থেকে ছাড়া পেয়ে সে একবারে নিঃস্ব, সে এখন কি করবে! এমনই একটি গল্পে নির্মিত হয়েছে টেলিফিল্মটি।