পাকিস্তানে পাইলটদের কর্মবিরতি: ৫১ ফ্লাইট বাতিল
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
কর্তৃপক্ষের সঙ্গে পাইলটদের বিরোধের জেরে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) ৫১ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাবিদাওয়া পুরণের দাবিতে পাইলটরা কর্ম বিরতিতে যাওয়ায় ফ্লাইট বাতিল করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন (পিআইএ)’র মুখপাত্র ড্যানিয়েল গিলানি এক বিবৃতিতে বলেন, ‘পিএএলপিএ (পাকিস্তান এয়ারলাইন পাইলটস’ অ্যাসোসিয়েশন)-এর চাপে এ পর্যন্ত ৫১টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে পাঁচ হাজার যাত্রী দুর্ভোগের মুখে পড়েছেন।’
তিনি বলেন, ‘পিএএলপিএ নেতারা তাদের ব্যক্তিগত এজেন্ডার ছদ্মাবরণে পিএএলপিএ নির্বাহীদের জন্য অন্যায় পদোন্নতি এবং অযৌক্তিক সুযোগ সুবিধা আদায় করার জন্য ব্ল্যাকমেইল করছে।’
পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেআইনিভাবে ফ্লাইট পরিচালনার জন্য দুজন পাইলটের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করলে এই বিরোধের সূত্রপাত হয়।