বাংলাদেশে মাত্র ১ শতাংশ মানুষ খোলা স্থানে মলত্যাগ করে
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
বর্তমানে দেশে মাত্র ১ শতাংশ মানুষ খোলা স্থানে মলত্যাগ করে। ১৯৯০ সালে এ হার ছিল ৩৪ শতাংশ, বিগত প্রায় আড়াই দশকে খোলা স্থানে মলত্যাগের হার ৩৩ শতাংশ কমে এসেছে।
শনিবার রাজধানীর একটি হোটেলে স্যানিটেশন সচিবালয় বাংলাদেশের উদ্যোগে এবং বিভিন্ন দাতাগোষ্ঠীর সহযোগিতায় আয়োজিত ‘জার্নি টু জিরো’ শীর্ষক দুইদিনব্যাপী (৩ ও ৪ অক্টোবর) আন্তর্জাতিক স্যানিটেশন সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলা হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক বলেন, ‘স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও খোলা স্থানে মলত্যাগ হ্রাসে বাংলাদেশ তাত্পর্যপূর্ণ সাফল্য অর্জন করেছে।
তিনি বলেন, ‘বর্তমানে দেশে খোলা স্থানে মলত্যাগ করে মাত্র ১ শতাংশ মানুষ। ১৯৯০ সালে এ হার ছিল ৩৪ শতাংশ।’