সিলেটে প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
জাতি সংঘের অধিবেশন শেষে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি বিমানবন্দরে এসে পৌঁছেন। এই যাত্রাবিরতির পর সেখান থেকে তিনি তার সফরসঙ্গীদের নিয়ে দুপুরে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে যোগদানের জন্য গত ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে যান তিনি। আট দিনের সফরের শেষ দিনে লন্ডনে ব্যক্তিগত সফর শেষে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ এবং আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।