হুমায়ূনের কৃষ্ণপক্ষের শুটিংয়ে মাহি
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে স্ত্রী মেহের আফরোজ শাওন ‘কৃষ্ণপক্ষ’ নামে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। চলচ্চিত্রটির শুটিং আজ বৃহস্পতিবার উত্তারায় শুরু হয়েছে।
জানা যায়, এর আগে ১ অক্টোবর শাওন তার শুটিং ইউনিট নিয়ে গিয়েছিলেন গাজীপুরের নুহাশপল্লী। হুমায়ূূনের কবরের সামনে তার সঙ্গে দাঁড়িয়ে মৌন কথপোকথনে জড়িয়েছিলেন শাওন, মাহি, তানিয়া আহমেদসহ আরো অনেকে। শুটিংয়ে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় সবার দোয়া চেয়েছেন মাহি, অবশ্য মাহির এটি বাণিজ্যিক ধারার বাইরে প্রথম ছবি।
নায়ক হিসেবে মাহির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক রিয়াজ। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। ছবিটি ইমপ্রেস টেলিফিল্মের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন শাওন। আসছে ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে ‘কৃষ্ণপক্ষ’ সিনেমাটি মুক্তি দেওয়া হবে।