আমিরের বিপরীতে অভিনয়ের ইচ্ছা ঐশ্বরিয়ার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
আসন্ন ছবি ‘জজবা’ র প্রচারে গিয়ে আমির খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন ঐশ্বরিয়া রায়। বলিউডের আকাশে উজ্জল নক্ষত্রদ্বয় নিজ নিজ গুনে সফল হলেও তাদেরকে কখনো এক পর্দায় দেখেনি দর্শক।
কেরিয়ারের শুরুতে ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বিপরীতে একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দেন ঐশ্বরিয়া। আর এখন কেরিয়ারের মধ্যগগনে পৌঁছে সেই আমিরের সঙ্গেই অভিনয় করার ইচ্ছে প্রকাশ করলেন তিনি। জানেন কি কেন আমির খানকে ফিরিয়ে দিয়েছিলেন বচ্চন বধূ? আমিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে তার কীসের বাধা ছিল? সে কথা এত দিনে মুখ ফুটে বললেন ঐশ্বরিয়া নিজেই। ‘জজবা’ র প্রচার অনুষ্ঠানে জানালেন, “আমিরের বিপরীতে ‘রাজা-হিন্দুস্থানি’তে অফার পেয়েছিলাম আমি। কিন্তু সে সময় আমি পড়াশোনা করছিলাম। তাই ছবিটা করা হয়নি। পড়াশোনা শেষ করে মিস ওয়ার্ল্ড হওয়ার পরই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করি।”
এখন যদি আমিরের বিপরীতে সুযোগ আসে তাহলে অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের উত্তরে হেসে বললেন, ‘চিত্রনাট্য পছন্দ হলে অবশ্যই কাজ করব।’