একটি আদর্শ বিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
এনটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘একটি আদর্শ বিদ্যালয়’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, জেনি, ওয়াহিদা মল্লিক জলি, খলিলুর রহমান কাদেরি, শাহনেওয়াজ রিপন, হারুন মাসুদ প্রমুখ।
সবুজ খেয়াল করে গ্রামের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে, পড়াশোনা করছে ঠিকই, কিন্তু সত্যিকারের মানুষ হচ্ছে কি-না সন্দেহ আছে। তাদের সাধারণ জ্ঞান নেই বললেই চলে। আর তার প্রধান কারণ মানুষ হাসতে ভুলে গেছে। তাই সবুজ ঠিক করেছে সে গ্রামে বটগাছের নিচে একটি আদর্শ বিদ্যালয় দেবে। যেখানে গ্রামের সবাই সাধারন জ্ঞানে শিক্ষিত হয়ে হাসি মুখে সব কাজ সমাধান করা শিখবে।
একদিন এই বিদ্যালয়ে চেয়ারম্যানের ভাতিজি শিখাও ভর্তি হয়, সে একটি টিভি চ্যানেলে চাকরি করে। কিছুদিনের মধ্যেই শিখা খেয়াল করে গ্রামের সব মানুষ কেমন বদলে যাচ্ছে। শিখা এবার সবুজের এই ম্যাজিকটা শহরে ছড়িয়ে দেওয়ার চিন্তা করে।