সালমানের ওপর চটেছেন কঙ্গনা!
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
বলিউডের ‘কুইন’ তারকা কঙ্গনা রনৌত নাকি সালমান খানকে সহ্যই করতে পারছেন না। অথচ, কিছুদিন আগে মুক্তি পাওয়া ‘কাট্টি বাট্টি’ ছবিটি সালমানের কথায় অভিনয় করেছিলেন তিনি।
‘কাট্টি বাট্টি’ ছবির প্রচারণা চালানোর সময় কঙ্গনা গণমাধ্যমকে বলেছিলেন, সালমান ফোন করে আমাকে ছবিটির স্ক্রিপ্ট শুনিয়েছিল এবং আমি এতে খুশি। সে আমাকে ছবিটি করার জন্য বলে। সালমান একজন বন্ধু ও আমি তাকে বিশ্বাস করি। সে যখন আমাকে স্ক্রিপ্টটি শোনায় আমি রাজি হই। পছন্দ হওয়ায় আমি ছবিটি করতে আগ্রহী হই।
কিন্তু সম্প্রতি এই বিষয় সম্পর্কে একজন তাকে জিজ্ঞাস করলে কঙ্গনা বলেন সালমান আমাকে ছবিটি করতে বলেনি। শুধু স্ক্রিপ্টটি পড়ার জন্য বলেছিল।
কঙ্গনা বলেছেন, দেখুন ছবিটি এখন হয়ে গেছে। আমরা এখন অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। ছবিটির প্রমোশনের সময় এটি নিয়ে অনেক কথা হয়েছে।
মনে হচ্ছে, সালমান খান ও ‘কাট্টি বাট্টি’ ছবিটি নিয়ে কঙ্গনা কোনো কথাই বলতে চাচ্ছেন না। খবর: বিজনেস অব সিনেমা।