শিগগিরই বাংলাদেশের সঙ্গে খেলার প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫
দ্রুততম সময়ের মধ্যেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড।সিএ’র নিজস্ব ওয়েব সাইটে দেয়া এক ঘোষণায় সাদারল্যান্ড বলেন, টেস্ট সফর স্থগিত হওয়ায় বাংলাদেশের হতাশাটা তিনি বুঝতে পারছেন এবং যত তাড়াড়াড়ি সম্ভব বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) তিনি সিরিজের পুনঃসূচি ঘোষণার নিশ্চয়তা দিচ্ছেন।
তিনি বলেন, খুব শিগগিরই আমরা বাংলাদেশের সঙ্গে ক্রিকেট খেলতে পারব বলে আশা করছি। অবশ্যই আমাদের প্রথম কাজটি হবে আমরা বিসিবির সঙ্গে বসতে চাই এবং এই সফরটিকে কখন আয়োজন করা যায় সে বিষয়ে কাজ করা। সিএ প্রধান নির্বাহী উল্লেখ করেন, প্রয়োজনে আমরা অন্য কোনো দেশের ভেন্যু ব্যবহার করতে পারি কিনা তাও আলোচনা করা হবে।
জঙ্গি হামলার হুমকি রয়েছে এমন দেখিয়ে নির্ধারিত দুই টেস্টর বাংলাদেশ সফর স্থগিত করে সিএ। এরই মধ্যে ঢাকায় ইতালীয় এক নাগরিক নিহত হয়। এরপর ঢাকায় দীর্ঘ আলোচনায় খেলোয়াড়দের সব ধরনের নিশ্চয়তা দেয়া হলেও খেলোয়াড় ও সাপোর্টিং স্টাফদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে অস্ট্রেলিয়া সফর স্থগিত করে। সাদারল্যান্ড আরো বলেন, স্পষ্টতই এটা বাংলাদেশের জন্য খুব হতাশার খবর। কেবল বাংলাদেশ ক্রিকেট নয় বাংলাদেশ সরকার এবং বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের জন্যও এটা অত্যন্ত কষ্টের। এ সফরের জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করে আসছিল।