হাসপাতালে হামলায় গভীর দুঃখ প্রকাশ ওবামার
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
আফগানিস্তানের কুন্দুজে একটি হাসপাতালে মার্কিন বিমান হামলায় গভীর দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। ওই হামলায় স্বাস্থ্যকর্মী সহ কমপক্ষে ১৯ জন নিহত হন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের অগ্রগতি তাকে জানাতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন বারাক ওবামা। এক বিবৃতিতে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষে আমি গভীর দুঃখ প্রকাশ করছি। কুন্দুজে ডক্টরস উইদাউট বর্ডারস-এর একটি হাসপাতালে ওই হামলায় স্বাস্থ্যকর্মী ও বেসামরিক লোকজন হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করছি। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। এ বিষয়ে ওবামা বলেন, তদন্তের ফলের অপেক্ষায় থাকবেন তিনি। তারপর ওই ট্রাজেডির বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন। এ বিষয়ে ওবামা বলেন, আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি আমাকে যেন তদন্তের ফল জানানো হয়। তিনি এর পূর্ণাঙ্গ সত্য পাবেন বলে আশা প্রকাশ করেন। ওবামা বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি, আফগান সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। এর মধ্য দিয়ে আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে সমর্থন দেয়া হবে। অন্যদিকে নিউ ইয়র্কে জাতিসংঘের মহাসচিব বান কি মুন এ হামলার কড়া নিন্দা জানিয়েছেন। ন্যাটো মহাসচিব অ্যান্ডারস ফগ রাসমুসেন বলেছেন, বিয়োগান্তক ওই ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত।