আফগানিস্তানে হাসপাতালে বোমা হামলা ক্ষমার অযোগ্য
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
আফগানিস্তানের কুন্দুজে হাসপাতালে বোমা বর্ষণকে ক্ষমার অযোগ্য ও ‘একটি সম্ভাব্য অপরাধ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। গতকাল ওই বোমা বর্ষণে হাসপাতালটি দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এতে নিহতের সংখ্যা কমপক্ষে ১৯। এরই প্রেক্ষিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জায়েদ রাদ আল হুসেইন এ ঘটনাকে অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রের ওই হামলায় যারা নিহত হয়েছেন তার বেশির ভাগই স্বাস্থ্যকর্মী। এরা আন্তর্জাতিক দাতব্য প্রতিষ্ঠান মেদসাঁ সঁ ফঁতিয়ের পক্ষে কাজ করতেন। নিহত অন্যদের মধ্যে রয়েছেন চিকিৎসাধীন রোগি। বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে, নিতদের মধ্যে ৯ জনই স্বাস্থ্যকর্মী। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ প্রায় ৩০ জন। তাদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। ওদিকে বিবিসি বলেছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এ্যাশ কার্টার একে ‘তীব্র লড়াইয়ের মধ্যে ঘটে যাওয়া একটি শোকাবহ ঘটনা বলে আখ্যায়িত করে জানিয়েছেন এর তদন্ত চলছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন, মার্কিন বাহিনী অধিনায়ক তার কাছে ঘটনা ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেছেন। তালিবান-অধিকৃত কুন্দুজ শহরের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালানোর সময় ওই হাসপাতালটি আক্রান্ত হয়। মেদসাঁ সঁ ফঁতিয়ে জানিয়েছে, রাতের বেলা ৩০ মিনিটেরও বেশি সময় ধরে চালানো হয় এই বিমান হামলা। যদিও সে সময় বার বার ন্যাটো এবং ওয়াশিংটনে ফোন করা হচ্ছিল। মেদসাঁ সঁ ফঁতিয়ের আরো ১৯ জন কর্মী সহ মোট ৩৭ জন লোক গুরুতর আহত হয়েছেন। সোমবার কুন্দুজ শহরে তালেবান যোদ্ধারা ঢুকে পড়ার পর থেকেই এর নিয়ন্ত্রণ দখলের জন্য তীব্র লড়াই চলছে। একটি আফগান টিভি চ্যানেলের সংবাদদাতা বলেছেন, বিক্ষিপ্ত যুদ্ধ চলছে এবং তালেবান যোদ্ধারা আবাসিক ভবনে আশ্রয় নিয়ে সরকারি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। শহরের দোকানপাট পুরোপুরি বন্ধ।