‘প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ’
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান বলেছেন ‘দুই বিদেশী নাগরিক হত্যায় বিএনপি-জামায়াতের হাত রয়েছে’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে জাতি হতাশ। তিনি বলেন,সরকারের নজিরবিহীন ব্যর্থতা ঢাকা দেবার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী এ হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াতের হাত রয়েছে বলে বক্তব্য দিচ্ছেন। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ এক বিবৃতিতে তিনি বলেন, ইতালীয় নাগরিক হত্যার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত কাউকে সনাক্ত করতে পারেনি। তাদের উচিত ছিল বিদেশী নাগরিকদের নিরাপত্তা আরো জোরদার করা। অথচ লোক দেখানো কিছু তৎপরতা ছাড়া কার্যত:কোন পদক্ষেপ নেয়া হয়নি। ফলে ৫ দিনের মাথায় আবার জাপানি এক নাগরিককে হত্যা করা হলো। খুনি চিহ্নিত হওয়ার আগেই স্বয়ং প্রধানমন্ত্রী যখন এ হত্যাকা-ে বিএনপি-জামায়াতের হাত রয়েছে মর্মে বক্তব্য দেন। তখন কি প্রকৃত খুনিদের চিহ্নিত করা আদৌ সম্ভব? তিনি বলেন, দেশবাসী আশা করেছিল নিরপেক্ষ তদন্ত করে সরকার দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যে জাতি হতাশ হয়েছে। জামায়াত নেতা বলেন, আমরা এখনও আশা করি, প্রধানমন্ত্রী দেশ ও জাতির স্বার্থে কারো ওপর অযথা দোষ না চাপিয়ে নিরপেক্ষ এবং অর্থবহ তদন্তের মাধ্যমে খুনিদের চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।