একুশে আগস্ট গ্রেনেড হামলা: সেই পুলিশ কর্মকর্তা চাকুরীচ্যুত
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
বহুল আলোচিত একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার আসামি পুলিশ কর্মকতা মো. ওবায়দুর রহমানকে চাকুরীচ্যুত করা হয়েছে। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানের স্বাক্ষরে এই চাকুরীচ্যুতির আদেশ জারি করা হয়।
উল্লেখ্য, ২০০৪ সালে ২১শে আগস্ট ওবায়দুর রহমান ডিএমপির ডিসি (পূর্ব) হিসেবে কর্মরত ছিলেন। সেসময় বঙ্গবন্ধু এভিনিউ এলাকা তার অধীনেই ছিল। বর্তমানে তিনি অননুমোদিতভাবে ছুটি না নিয়ে বিদেশে অবস্থান করছেন।