‘আইন করে মেডিকেল কোচিং বন্ধ করা হবে’
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
স্বাস্থমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মেডিকেল ভর্তির জন্য আলাদা কোনো কোচিং থাকলে আইন করে সেটি বন্ধ করে দেওয়া হবে। রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ কথা বলেন। এসময় মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে গুজব বলে মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, যেখানে প্রশ্ন ছাপা হয়েছে, সেখানে আমি গিয়েছি। ফাঁস হওয়ার মত কোনো সুযোগই সেখানে নেই।