জাপানি নাগরিক হত্যার বিচার দাবি ইইউ রাষ্ট্রদূতের
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার বিচার দাবি করেছেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুন। গত রাতে রাজধানীর সিরডাপ মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ বিচার দাবি করেন। এর আগে ঢাকায় ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় এলার্ট জারি করেছিল ইইউ। তারা এ হত্যাকাণ্ডের জন্য উদ্বেগ জানিয়েছিল। ব্রাসেলসে ইইউ সদর দপ্তর ও ঢাকা থেকে পৃথকভাবে এ উদ্বেগ জানানো হয়। তবে গতকালের এই পরিস্থিতিতে নতুন করে এলার্ট জারি করা হয়নি।