‘গান প্রকাশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো অনলাইন’
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
জনপ্রিয় পপসংগীত শিল্পী তিশমা। ক্যারিয়ারের শুরু থেকে ভিন্নধর্মী গায়কির মাধ্যমে নারী পপ তারকাদের মধ্যে নিজের একটি অবস্থান সংগীত জগতে গড়তে সমর্থ হয়েছেন তিনি। ধারাবাহিকভাবে অ্যালবামে বেশ কিছু জনপ্রিয় গানও উপহার দিয়েছেন তিশমা। অ্যালবামের বাইরে স্টেজেও নিয়মিত গান করে আসছেন তিনি। ভক্তরা এরই মধ্যে ‘বাংলাদেশের শাকিরা’ উপাধিতে ভূষিত করেছেন তিশমাকে। অসুস্থতার কারণে গত বছরের মাঝামাঝি সময় থেকে চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত গান থেকে অনেকটাই দূরে ছিলেন তিনি। তবে গেলো রোজার ঈদ থেকে আবার সরব হয়ে উঠেছেন। বর্তমানে নতুন গান নিয়ে ব্যস্ত এ তারকা। বর্তমান ব্যস্ততা, গানের নানাদিক সহ বিভিন্ন বিষয়ে আজকের ‘আলাপন’- এ কথা বলেছেন তিশমা। তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন
দীর্ঘ সময় বিরতির পর আবার সরব হয়েছেন। কেমন লাগছে?
আসলে গান আমার রক্তে মিশে আছে। আমি একটি বছর গলার সমস্যায় ভুগেছি। চিকিৎসকদের পরামর্শে সেই সময়টা গান থেকে দূরে ছিলাম। তবে চলতি বছরের মাঝামাঝি থেকে আবার নতুন গান শুরু করেছি। আগের জমা বেশ কিছু গানও ছিলো। আর নতুন গান নিয়ে প্রতিদিনই এখন স্টুডিওতে বসছি। গানের সঙ্গে থাকলে আসলে কখন যে সময় চলে যায় সেটা নিজেও টের পাই না।
ব্যস্ততা কি নিয়ে?
বেশ কিছু নতুন গানের কাজ করছি। তাছাড়া আমার আগের গানগুলো ভিডিও আকারে প্রকাশ করছি। গত রোজার ঈদ থেকে গেলো কোরবানির ঈদ পর্যন্ত আমার নতুন ও পুরোনো অ্যালবামগুলো থেকে কয়েকটি মিউজিক ভিডিও প্রকাশ করেছি ধারাবাহিকভাবে। শ্রোতা-দর্শক অনেক পছন্দ করেছেন গানগুলো। সম্প্রতি আমার ২০১১ সালে প্রকাশিত অ্যালবাম ‘এক্সপেরিমেন্ট’ থেকে ‘রাতের তারা হয়ে যাবো’ শীর্ষক একটি গানের মিউজিক ভিডিও দর্শকদের হাতে তুলে দিয়েছি। এর সুর ও সংগীত আমার করা। অসাধারণ সাড়া পাচ্ছি এ গানটির। শ্রোতা-দর্শকের ভালবাসায় আসলে আমি আবেগ আপ্লুত।
নতুন অ্যালবামের কি খবর?
নতুন অ্যালবামের কাজ চলছে। এরই মধ্যে বেশ কিছু গানের কাজ শেষ করেছি। অ্যালবামের নাম ‘রকস্টার’। এখানে বিভিন্ন ধরনের রক গান থাকবে। যথারীতি সব গানের সুর ও সংগীত থাকছে আমার। দেশের গুণী গীতিকাররা এখানে গান লিখছেন। খুব শিগগিরই অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবো।
আপনিতো একটি ডকুমেন্টারি অ্যালবামও করছেন?
গত কয়েক বছর ধরে ‘রক প্রিন্সেস এক্সপোজেড’ নামক আমার ডকুমেন্টারি অ্যালবামের কাজ করছি। এখানে আমার ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা উঠে আসবে। অনেক যতœ করে এটি তৈরি করছি। আশা করছি ভাল লাগবে সবার।
অন্যের জন্য গান তৈরি করবেন কি?
অনেক শিল্পী ও প্লেব্যাকের জন্য গান তৈরির প্রস্তাব আসছে প্রতিনিয়ত। তবে আমি আসলে অর্থের জন্য গান করিনা। আগেও করিনি। তাই নিজের গানের সুর-সংগীতায়োজনের কাজই শুধু করতে চাই।
কয়েক বছর ধরে আপনি অনলাইনে গান প্রকাশ করছেন? এর রহস্য কি?
সারা পৃথিবীতে গান প্রকাশের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো অনলাইন। আমাদের দেশও তার থেকে বাদ যায়না। এখন অনলাইনেই মানুষ গান শোনো। তাছাড়া অডিও কোম্পানিগুলোর ভূমিকা এখন আগের মতো নেই। অনলাইনে যে গানগুলো প্রকাশ করেছি সেসবের সাড়াও পেয়েছি অনেক। তবে আমি হয়তো সামনে সিডি আকারেও নতুন গান প্রকাশ করবো। সঙ্গে অনলাইন মাধ্যমও থাকবে।
অডিও ইন্ডাস্ট্রির অবস্থা এখন কেমন?
সব মিলিয়ে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ। কোন ধরনের উদ্যোগও দেখছি না এ অবস্থা থেকে উত্তরনের। তবে আমি আশাবাদি আবারও ভাল সময় আসবে। আর আমি বিশ্বাস করি ভাল গান দিলে সেটা মানুষ শুনবে।