ওয়ানডেতেও হারে শুরু সালমাদের
প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৫
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতেও হার নিয়ে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। করাচিতে পাকিস্তান নারী দলের কাছে সালমাবাহিনী হার দেখলো ২০ রানে। ব্যাট হাতে বাংলদেশের আশা ধরে রেখেছিলেন রুমানা আহমেদ। পাঁচ নম্বরে ব্যাট হাতে ৯৭ বলে ৭০ রান করেন রুমানা। তবে দলের বাকিদের ব্যর্থতায় ১৯৪/৯ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে বাংলাদেশ নারী দল। পাকিস্তানের বাঁ-হাতি স্পিনার আনাম আমিন ১০ ওভারের স্পেলে ২৫ রানে নেন তিন উইকেট। সফরে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইতিমধ্যে ২-০তে হার দেখেছে সালমাবাহিনী। সফরকারী বাংলাদেশ নারী দলের বিপক্ষে ব্যাট হাতে নৈপুণ্য জারি রেখেছেন পাক তারকা বিসমা মারুফ। টি-টোয়েন্টি সিরিজে ম্যাচজয়ী দুই ম্যাচে বিসমা মারুফ করেন হার না মানা ৬৫ ও ৪৪ রান। আর প্রথম ওয়ানডেতে নিজের উইকেট দিলেও ততক্ষণে তার নামের পাশে জ্বলজ্বল করছে ৯২ রান। দুই ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে সালমাবাহিনীকে ২১৫ রানের টার্গেট দিল পাকিস্তান নারী ক্রিকেট দল। করাচির সাউদেন্ড স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সানা মির। আর ৪৯.৫ ওভারে ২১৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বাংলাদেশের বল হাতে সবচেয়ে সফল অধিনায়ক সালমা খাতুন। ১০ ওভারের স্পেলে ৩১ রানে তিন উইকেট নেন বাংলাদেশের বিশ্বসোর এ অলরাউন্ডার। লতা ম-ল, নাহিদা আক্তার, খাদিজাতুল কোবরা ও ফাহিমা খাতুন পান একটি করে উইকেট। ৩৩ ওভারে দলীয় ১১১ রানে পাঁচ উইকেট খুইয়ে শঙ্কায় পরে পাকিস্তান। কিন্তু বিসমা মারুফের ১২৮ বলে ৯২ রানের ঝকঝকে ইনিংসে দলীয় ২০০ রানের কোঠা পার করে স্বাগতিকরা।