বারমুডা ট্রায়াঙ্গেল গিলে খেয়েছে আরেকটি জাহাজ!
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫
বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে রহস্যের শেষ নেই। কত জাহাজ, কত বিমান সেখানে নিখোঁজ হয়েছে! দীর্ঘদিন ধরে আলোচনা আছে যে, সেখানে অতি প্রাকৃতিক ঘটনা ঘটে। বারমুডা ট্রায়াঙ্গেল দিয়ে তাই চলাচল করে না কোন জাহাজ, উপর দিয়ে ওড়ে না কোন বিমান। সম্প্রতি সেই বারমুডাতেই নিখোঁজ হয়েছে ৭৯০ ফুট দীর্ঘ বিশাল এক জাহাজ। যার নাম ই-১ ফারো। ধারণা করা হচ্ছে ফ্লোরিডা ও পুয়েতো রিকোর মধ্যে কোন এক স্থানে নিখোঁজ হয়েছে জাহাজটি। তবে এবার আপনাআপনি নয় চার মাত্রার ঘূর্ণিঝড় জোয়াকিনের কারণে নিখোঁজ হয়েছে এটি। রিপোর্টে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার ফ্লোরিডার জ্যাকসনভিলে ছেড়ে পুয়ের্তো রিকোর উদ্দেশে যাত্রা করে। বলা হয়, জোয়াকিনের প্রভাবে সাগর ছিল উত্তাল। তাতে জ্বালানি ফুরিয়ে যাচ্ছিল। সঙ্গে ছিল ২০ থেকে ৩০ ফুট উচ্চতার ঢেউ। এর ভিতর দিয়েই চলতে থাকে জাহাজ ফারো। আস্তে আস্তে জাহাজটির সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে নিয়ন্ত্রণকারী সংস্থা। তখন ৩৮ আরোহীর সবাই লাফিয়ে পানিতে পড়েন। শনিবার নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে কোস্ট গার্ড মুখপাত্র লেফটেন্যান্ট কমান্ডার গাবে সোমা বলেছেন, জাহাজটির কোন হদিস মেলে নি। এর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এটা ভীষণ উদ্বেগ, উৎকণ্ঠার বিষয়। আমাদের অপারেশন চালানোর মধ্যেও একটা সীমাবদ্ধতা আছে। তা সত্ত্বেও আমরা ঘটনাস্থলে কি ঘটেছি তা জানার জন্য একরকম সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এরই মধ্যে সমুদ্রের ৮৫০ মাইল এলাকায় তল্লাশি চালাতে ডাকা হয়েছে কোস্ট গার্ড। তারা একটি মাত্র লাইফ রিং ছাড়া কোন কিছুর সন্ধান পান নি।