নবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৫ অক্টোবর ২০১৫
নাশকতায় জড়িত থাকার অভিযোগে নবীগঞ্জে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মাওলানা আশরাফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টায় হবিগঞ্জ সদর থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, আশরাফের বিরুদ্ধে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করে সরকার ও দেশের বিরোদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে কোর্ট হাজতে নেয়া হলে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।