বাংলাদেশিদের লিবিয়া না যেতে নির্দেশনা
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০১৫
যুদ্ধবিধ্বস্ত লিবিয়া সফর না করতে বাংলাদেশী নাগরিকদের কঠোরভাবে সতর্ক করে দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সতর্কতা বহাল থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিবিয়ার পরিস্থিতি পর্যবেক্ষন করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ নিয়ে নতুন করে নির্দেশনা জারি করা না পর্যন্ত বাংলাদেশী নাগরিকদের লিবিয়া সফর থেকে বিরত থাকার অনুরোধ করা যাচ্ছে।
প্রসঙ্গত, গত জুলাই মাসে লিবিয়ায় বাংলাদেশ মিশন প্রত্যাহার করে নেয়া হয়। সেখানকার কর্মকর্তা ও কর্মীদের তিউনিসিয়ায় স্থানান্তর করা হয়েছে। প্রায় ৪০ হাজার বাংলাদেশী বর্তমানে লিবিয়ায় অনিশ্চিত জীবনযাপন করছেন। এদের অনেকে আবার ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমানোর ঝুঁকিপূর্ণ পথও বেছে নিতে বাধ্য হচ্ছেন।