‘ভোট কারচুপি করে পুরষ্কারের সম্মান নষ্ট করবেন না’
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আপনি আন্তর্জাতিক পুরস্কার পেয়ে বিশ্বের বুকে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। কালিহাতীর উপ-নির্বাচনে ভোট কারচুপি করে এই পুরষ্কারে সম্মান নষ্ট করবেন না। তিনি বলেন, দেশে যাতে আর ভোটার বিহীন নির্বাচন না হতে পারে, সেজন্যই ভোটযুদ্ধে অংশ নিতে চাই। শুক্রবার বিকেলে টাঙ্গাঈলের সখীপুর পিএম পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, আমরা আওয়ামী লীগ বা বিএনপির পক্ষেও নয়, বিপক্ষেও নয়। আমরা ভোটের পক্ষে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন হলে নৌকা পাঁচ শতাংশের বেশি ভোট পাবে না। উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল হালিম সরকার লালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নাসরিন সিদ্দিকী, ইকবাল সিদ্দিকী, শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, এ্যাড.রফিকুল ইসলাম, মীর জুলফিকার শামীম প্রমুখ।