শিক্ষকদের সরকারের প্রতি আস্থা রাখতে বললেন মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা আছে জানিয়ে সরকারের উপর আস্থা রাখতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শুক্রবার সকালে বেসরকারি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে চতুর্থ জাতীয় শিক্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নাহিদ বলেন, আমরা শিক্ষকদের সঙ্গে বসেছি, দীর্ঘ আলোচনা করেছি। আমাদের উপর আস্থা রাখতে হবে। শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রী ও সরকারের শ্রদ্ধা আছে, সম্মান আছে। বেতন বৈষম্য নিরসন সংক্রান্ত জাতীয় কমিটি পুর্নগঠন করা হয়েছে। এই কমিটি শিগগিরই কাজ শুরু করবে। ‘ভবিষতে শিক্ষকদের সব থেকে বেশি বেতন ও মর্যাদা দেয়া হবে’ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকরা এক নম্বর ব্যক্তি হবেন সেটাই আমাদের চেষ্টা।