নিখোঁজের দুদিন পর ধান ক্ষেতে লাশ মিলল কলেজ ছাত্রের
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
নিখোঁজের ২ দিন পর মেহেদি মোল্লা (১৭) নামে এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৮টার দিকে গোপালগঞ্জের পিংগুলিয়া গ্রামের একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফরিদপুরের আলফাডাঙ্গা সোনার বাংলা কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র মেহেদি মোল্লা কাশিয়ানী উপজেলার কাশিয়ানী ইউনিয়নের পিংগুলিয়া গ্রামের মহাসিন মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, গতকাল বৃহষ্পতিবার সকালে বন্ধু দুর্জয়কে সঙ্গে নিয়ে প্রতিদিনের মত কলেজের উদ্দ্যেশে বের হন মেহেদি মোল্লা। পরে কলেজ থেকে বাড়ী ফিরতে দেরী হলে; স্বজনরা প্রথমে তার মোবাইলে ফোন করে ফোন বন্ধ পায়। এরপর সম্ভাব্য সকল স্থানে খোঁজ না পেয়ে সন্ধ্যায় কাশিয়ানী থানায় একটি জিডি করেন পরিবারের সদস্যরা। পরে পুনরায় খোঁজা-খুজির এক পর্যায়ে আজ শুক্রবার সকাল ৮টায় ওই এলাকার লোকজন পিংগুলিয়া গ্রামের একটি ধান ক্ষেতের ভেতর মেহেদির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও মেহেদির স্বজনরা মেহেদির লাশ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, কারা এবং কেন মেহেদিকে হত্যা করেছে তা এখনও পরিস্কার নয়।