সালমানকে নিয়ে সোনমের স্বপ্নপূরণ
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫
‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো সালমান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় আসতে যাচ্ছেন অনিল কাপুর কন্যা সোনম কাপুর। এর মাধ্যমে দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে এ অভিনেত্রীর। কারণ নিজের প্রথম ছবি মুক্তির আগেই সোনম সালমানের সঙ্গে অভিনয়ের স্বপ্নের কথা জানিয়েছিলেন মিডিয়াকে। গত কয়েক বছরে অন্য অনেক অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ মিলেছে সোনমের। নিজেকে একজন সুঅভিনেত্রী হিসেবেও এসব ছবিতে প্রমাণ করেছেন তিনি। পাশাপাশি তাকে চলতি সময়ে বলিউডের শীর্ষ ফ্যাশন আইকন হিসেবে ধরা হয়। সব মিলিয়ে নিজের অভিনীত ছবির মাধ্যমে সালমানের মন জয় করতেও সক্ষম হয়েছেন সোনম। কারণ ‘প্রেম রতন ধন পায়ো’ ছবিতে সালমান খানের সঙ্গে নতুন কোন অভিনেত্রীকে নেয়ার কথা ভাবছিলেন পরিচালক সুরুজ বারজাটিয়া। কিন্তু সালমান নিজ থেকেই সোনমের কথা বলেন পরিচালককে। সাল্লুর কথায় সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান পরিচালক। এরপর বেশ কয়েকবার মিটিংয়ের পর সোনমকে এ ছবির প্রধান নায়িকা চরিত্রে নির্বাচন করেন তিনি। চলতি বছর সালমান ও কারিনা অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি বলিউডের ব্যবসা সফলতার সব রেকর্ড ভেঙে দিয়ে এদিক থেকে শীর্ষে অবস্থান করছে। এবার নভেম্বরের ১২ তারিখ মুক্তি পাচ্ছে সালমান-সোনমের ‘প্রেম রতন ধন পায়ো’। রোমান্টিক ড্রামানির্ভর এ ছবিটিও ব্যবসা সফলতায় নতুন চমক তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। আর সোনমের ক্যারিয়ারেও ছবিটি নতুন মাত্রা যোগ করবে। ছবিটি নিয়ে দারুণ উত্তেজিত ও আনন্দিত সোনম কাপুর বলেন, এ ছবিটির মাধ্যমে আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ সালমান খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছে আমার দীর্ঘ সময়ের। তিনি আমার স্বপ্নের পুরুষ। ‘প্রেম রতন ধন পায়ো’ একটি মিষ্টি প্রেমের ছবি। এর শুটিং অনেক মজা করে করেছি। অনেক সহায়তা করেছেন সালমান খান। আমার বিশ্বাস তার সঙ্গে আমার জুটি দর্শকরা প্রাণভরে উপভোগ করবেন।