‘বিএনপি-জামায়াতের সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না’
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫
ঢাকা: জঙ্গিবাদের বিরুদ্ধে আমরাও জাতীয় ঐক্য চাই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। কিন্তু যারা জঙ্গিবাদের দোসর, অর্থের যোগানদাতা, পৃষ্ঠপোষক এবং জঙ্গিবাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ত সেই বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো অবস্থায়ই জাতীয় ঐক্য হতে পারে না।
আজ শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগ আয়োজিত ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ পুরস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূষিত হওয়া উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম জঙ্গবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। আমিও বিশ্বাস করি জাতীয় ঐক্য হওয়া উচিত। তবে যারা জঙ্গিবাদকে সমর্থন করে, মদদ দেয়, অর্থায়ন করে, পৃষ্ঠপোষকতা করে তাদের সঙ্গে কোনো জাতীয় ঐক্য নয়। জনগণের সঙ্গে আমাদের তো ঐক্য আছেই।
কামরুল বলেন, ‘বিগত দিনের আগুনসন্ত্রাসীরা নিশ্চুপ হয়ে সুবোধ বালকের মতো শান্তির কথা বলছে। তবে এটা মনে করার কারণ নেই তারা ষড়যন্ত্রের পথ থেকে দূরে সরে গেছে। তাদের জন্মই ষড়যন্ত্র ও হত্যা-সন্ত্রাসের মধ্য দিয়ে। এরা সাময়িক শান্তির আলখেল্লা গায়ে দিয়ে ভাল ভাল কথা বলছেন। এদের থেকে সতর্ক ও সাবধান থাকতে হবে।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা উপমহাদেশের রাজনীতিতে ওপরে উঠে যাচ্ছেন বলেই বিএনপি ঈর্ষান্বিত। এ কারণে তারা দুইজন বিদেশি নাগরিককে হত্যা করেছেন। দেশের রাজনীতিকে অস্থিতিশীল করতেই এটি করা হয়েছে। কেন না দেশের ১০ জন নাগরিক হত্যা হলে যে আলোড়ন সৃষ্টি হয়, তার চেয়ে বেশি আলোড়ন হয় একজন বিদেশিকে হত্যা করলে।’
সংগঠনের ঢাকা বিভাগ সভাপতি মাকসুদুর রহমান খান মাকসুদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।