‘বিদেশিদের হত্যা করে আতঙ্ক ছড়াতে চাইছেন খালেদা জিয়া’
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিদেশে বসে বাংলাদেশে বিদেশি নাগরিকদের হত্যা করে আতঙ্ক ছড়াতে চাইছেন খালেদা জিয়া। শনিবার গণভবনে বরিশালসহ কয়েকটি জেলা আইনজীবী সমিতিতে নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, দেশে থেকে দেশের মানুষ হত্যা করেছিল, বিদেশে বসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। বিদেশে থেকে ষড়যন্ত্র করছেন। ইউএস, ইউকে, ইউরোপে লবিস্ট রেখে জামাত-বিএনপি দেশের অনেক বদনাম করছে। বিদেশে বসে বাংলাদেশে যে বিদেশি থাকে, তাদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছে। তারা আন্দোলনের কৌশল পাল্টেছে।