স্বামীর দেয়া আগুনে দগ্ধ রুমা মারা গেছেন
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় স্বামীর দেয়া আগুনে দগ্ধ রুমা আক্তার (৩৫) মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করতে পারেনি পুলিশ। সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ৯ টায় ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার এস ব্লকের ৪ নম্বর রোডের ১৯৮ নম্বর বাড়িতে রুমাকে তার স্বামী আবু তাহের শরীরের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে ওই বাসার অন্য লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করেন। তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন। রাত সাড়ে ৮ টায় তিনি মারা যান। নিহতের বোন ফাতেমা আক্তার জানান, ৫ বছর আগে রুমা আক্তারের সঙ্গে আবু তাহেরের বিয়ে হয়।