কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী বরখাস্ত !
প্রকাশিত হয়েছে : ১৪ অক্টোবর ২০১৫
ঢাকা: দায়িত্বে অবহেলার অভিযোগ এনে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীকে বরখাস্ত করেছে কারা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগারের জেলার নেছার আলম গণমাধ্যমকে বলেন, প্রধান কারারক্ষী নজরুল ইসলামকে কারা অভ্যন্তরে একটি স্থানে দায়িত্ব দেওয়া হয়েছিল।
নির্ধারিত স্থানে দায়িত্ব পালন না করে তিনি অন্যত্র চলে যান। বিষয়টি কারা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।