করুনারত্নের সেঞ্চুরিতে প্রথম দিনটি শ্রীলংকার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫
স্পোর্টস ডেস্ক:
উদ্ধোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নের সেঞ্চুরিতে প্রথম দিনের চালকের আসনে রয়েছে স্বাগতিক শ্রীলংকা। গলে অনুষ্ঠিত শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার প্রথম টেস্টেও প্রথম দিন শেষে স্বাগতিক শ্রীলংকার সংগ্রহ ২ উইকেটে ২৫০ রান।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকান দলপতি অ্যাঞ্জোলো ম্যাথিউস। উদ্ধোধনী জুটিতে দিমুথ করুনারত্নের ও কৌশল সিলভা দলের স্কোরবোর্ডে জমা করেন ৫৬ রান। সিলভা ব্যক্তিগত ১৭ রান করে কেমা রোচের বলে দিনেশ রামদিনের তালুবন্দি হন। এরপর লাহিরু থিরিমান্নিকে সঙ্গে নিয়ে দলের সংগ্রহকে ১০১ রানে নিয়ে যান করুনারত্নের। থিরিমান্নি ১৬ রান করে দেবেন্দ্র বিশুর বলে চান্দিকার হাতে ক্যাচ দিয়ে ফিরে আসেন।
এরপর দলকে আর বিপদে পড়তে দেননি করুনারত্নের ও দিনেশ চান্দিমাল জুটি। তৃতীয় উইকেটে এই দুজন জমা করেছেন ১৪৯ রানের পার্টনারশীপ। দিন শেষে করুনারত্নের ১৩৫ ও চান্দিমাল ৭২ রানে অপরাজিত রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোচ ও বিশু একটি করে উইকেট নিয়েছেন।