রাতভর শাহরুখ-কাজল যা করলেন!
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫
বিনোদন প্রতিবেদক:
নব্বই দশক থেকে সেরা এবং সফলতম বলিউড জুটি ধরা হয় কাজল-শাহরুখকে। এ জুটি একসঙ্গে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘বাজিগর’, ‘করণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’র মতো জনপ্রিয় ও ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন। ২০১০ সালে করণ জোহরের ‘মাই নেম ইজ খান’ ছবিতে শেষবার একসঙ্গে অভিনয় করেছিলেন তাঁরা। আসছে ১৮ ডিসেম্বর মুক্তি পাবে এই জুটির কামব্যাক মুভি ‘দিলওয়ালে’। ছবিতে গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান, কৃতি সানন, বিনোদ খান্না ও বোমান ইরানিকে।
বলিউডের বাণিজ্যিক ছবিতে তাঁদের অনস্ক্রিন রসায়ন সব সময়ের জন্যই জনপ্রিয়—শাহরুখ খান ও কাজল। তাঁরা আবারো বড় পর্দায় ফিরছেন বহুদিন বাদে, রোহিত শেঠির ‘দিলওয়ালে’ ছবি দিয়ে। এতদিন পর একসঙ্গে কাজ, শুটিং সেটে দুই বন্ধুর যে সময় দারুণ কাটবে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। এনডিটিভির খবরে জানা গেল, হায়দরাবাদে শুটিং সেটে সারা রাত নাচানাচি করেছেন দুজনে।
এই টুইটে আবার রিটুইট করেছেন অমিতাভ বচ্চন। শাহরুখ-কাজলকে ‘বাজে নাচিয়ে’ হিসেবে মানতে রাজি নন তিনি। তাঁর কথা, তিনি নিজেই হচ্ছেন সবচেয়ে মন্দ নর্তক! টুইটে লিখেছেন, ‘ভুল, তোমরা হলে বেস্ট বেস্ট, আর আমি হচ্ছি ওর্স্ট ওর্স্ট! আমি নিজেও সারা রাত নেচেছি এবং ব্যাপারটা প্রমাণ করে ছেড়েছি। হা হা হা!