অপরাধআইন ও মানবাধিকারআর্ন্তজাতিকফিচার সাড়াশি অভিযানে শতাধিক কিশোরী যৌনকর্মী উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ অক্টোবর ২০১৫
গোয়েন্দা সংস্থার সাড়াশি অভিযানে একশ’র বেশি কিশোরী যৌনকর্মীকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তারা সারা দেশ থেকে দেড় শর বেশি পাচারকারীকেও আটক করেছে। যুক্তরাষ্ট্রজুড়ে এফবিআই অভিযানে তাদের আটক করা হয়। খবর বিবিসির।
অভিযানে বেশ কিছু পাচারকারী চক্রের কার্যক্রম পুরোপুরি ভেঙে দেয়া হয়। শিশুদের যৌনকাজে ব্যবহারের বিরুদ্ধে কাজ করে এমন একটি সংস্থা জানিয়েছে—তারা যৌনকাজে পাচারের অভিযোগে আটলান্টা, ডেনভার এবং সিয়াটলসহ বিভিন্ন শহর থেকে ১৫০ জনকে আটক করেছে।
এফবিআই জানিয়েছে—উদ্ধারকৃত কিশোরীদের সর্বনিম্ন বয়স ১২। বিভিন্ন হোটেল, ক্যাসিনো ও লরিতে অতর্কিত অভিযান চালিয়ে এ সব অল্প বয়সী কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এদের বেশির ভাগ কিশোরী হলেও তাদের মধ্যে তিনজন কিশোর ও হিজরা ছিল।
স্থানীয় পুলিশ এবং এ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে—এমন সংস্থাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে গোয়েন্দা সংস্থাটি। গত বছর এ ধরনের অভিযান তারা শুরু করে। সে সময় ১৬০ জন যৌনকর্মীকে উদ্ধার করে তারা।