সিলেটে কামরুল, কাল আদালতে তোলা হবে
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫
সিলেট প্রতিনিধি:
শিশু রাজনকে পিটিয়ে হত্যার মূল হোতা কামরুল ইসলামকে নিয়ে সিলেট পৌঁছেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে। পরে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার কামরুল আহসান।
তিনি জানান, এখন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেকোন সময়ে আদালতে হাজির করা হবে কামরুলকে।
এর আগে আজ বিকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কামরুলসহ তিন পুলিশ কর্মকর্তা ঢাকায় এসে পৌঁছান। বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এসপি রাশেদুল ইসলাম খান জানিয়েছেন জানান, বেলা তিনটার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
কামরুল ইসলামকে আনতে সোমবার রিয়াদে যান পুলিশ সদর দফতরের অতিরিক্ত সুপার মাহাবুবুল করিম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এবং সহকারী পুলিশ কমিশনার এএফএফ নেজাম উদ্দিন। সেখানে কামরুল সৌদি আরবের পুলিশের হেফাজতে ছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে খুঁটিতে বেঁধে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর কামরুল সৌদি আরব চলে যান। রাজনকে নির্যাতনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে সৌদি আরবের বাঙালি প্রবাসীরা কামরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।