রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০১৫
ঢাকা: মিরপুরের রূপনগরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রাসেল ওরফে সুজাত (২০)।
শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, রাসেল ইস্টার্ন হাউজিং এলাকায় একটি ওয়ার্কশপের সামনে বসেছিল।
এ সময় রাস্তার ওপর থাকা ট্রান্সফরমারটির বিস্ফোরণ ঘটে। এতে সজীবের শরীর ঝলসে যায়। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।