ভিক্টোরিয়া কলেজে ছাত্র-এলাকাবাসীর সংঘর্ষ-গুলি, ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫
কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজের কবি নজরুল আবাসিক হলের দুই শিক্ষার্থী মারধরের ঘটনার জের ধরে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর ব্যাপক সংঘর্ষ, গুলি বিনিময় ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কলেজের ছাত্ররা জানান, শনিবার সন্ধ্যার দিকে এলাকার লোকজন আ: আজিজ ও শরীফ নামের ২ ছাত্রকে মারধর করে মারাত্মক আহত করে। এ খবর কবি নজরুল হলে ছড়িয়ে পড়লে ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনার জের ধরে ছাত্ররা হলের পাশের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে এলাকাবাসীর অভিযোগ।
শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষের পর থেকে কবি নজরুল হলের ২ জন ছাত্রকে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন রাত সাড়ে ৯টার দিকে সংঘবদ্ধ হয়ে কবি নজরুল হলে হামলা ও ভাংচুর চালায়। এ সময় ছাত্রদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ, গুলি বিনিময় ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
রাত ১১টার দিকে মোবাইল ফোনে কলেজের অধ্যক্ষ মো: আবদুর রশিদ জানান, কি কারনে এলাকার লোকজনের সঙ্গে হলের ছাত্রদের সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। তিনি আরো জানান, এলাকার লোকজন কলেজের কবি নজরুল হল লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর ও গুলি চালিয়েছে।
রাত সোয়া ১১টায় মোবাইল ফোনে কুমিল্লার পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন জানান, ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু ভাংচুরের ঘটনা ঘটেছে, বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। তিনি আরো জানান, রবিবার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।