রাজধানীর পরিবহন শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫
ঢাকা: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাসের চালককে জরিমানা ও সাজা দেয়ার প্রতিবাদে বাংলাদেশ বাস মালিক সমিতির ডাকা অবরোধ প্রত্যাহার করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে অবরোধ প্রথ্যাহার করা হলেও অসংখ্য যাত্রীকে পরিবহনের জন্য রাস্তায় দাড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে সন্ধ্যার পরও।
আজ রবিবার বিকেল ৫টার পর অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। এদিকে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাস ভাড়া বেশি নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত চালকের সাজা ও জরিমানা করায় যাত্রীবাহি বাস বন্ধ করেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পরে সাধারণ যাত্রীরা।