আড়াই বছর পর যেভাবে উদ্ধার হলো মা-মেয়ে !
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫
গুম হয়ে যাওয়ার আড়াই বছর পর মাহফুজা বেগম ও তাঁর ছয় বছরের মেয়ে জেরিনকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রংপুরের কাউনিয়া উপজেলার তালুক সাহাবাজ গ্রাম থেকে আড়াই বছর আগে হারিয়ে যায় তারা।
আজ সোমবার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর জানান, স্বামী মনিরুজ্জামান ও শ্বশুড়বাড়ির লোকজনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করার পর ২০১৩ সালের ৪ মার্চ সন্ধ্যায় মাহফুজা বেগম ও তাঁর ছয় বছরের মেয়ে জেরিনকে কে বা কারা মাইক্রোবাসে তুলে নিয়ে গিয়ে গুম করে রাখে।
এ ঘটনায় মাহফুজার ভাই জহুরুল হক বোনকে হত্যা করে অজ্ঞাত স্থানে গুম করার সন্দেহে থানায় অভিযোগ করলে দীর্ঘ সময় পুলিশের তদন্তকারী কর্মকর্তারা তদন্ত করেন। এরপর আদালত অভিযোগটি রংপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে পাঠালে পিবিআইয়ের গোয়েন্দা তৎপরতা ও অভিযানে শনিবার নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার গাউসিয়া এলাকার পরিত্যক্ত মাঠ থেকে মাহফুজা ও জেরিনকে উদ্ধার করা হয়।
মা ও মেয়েকে বর্তমানে রংপুরে নিয়ে এসে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। কীভাবে গুম হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।