‘আইনশৃঙ্খলা বাহিনী নাগরিকদের বিভিন্নভাবে হয়রানি করে’
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছ থেকে আমরা যে ধরণের নাগরিক অধিকার প্রত্যাশা করি, তা এখনও পূরণ হয়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনেক সময় নাগরিকদের বিভিন্নভাবে হয়রানি করে থাকেন। এই হয়রানির সঙ্গে এক ধরনের দুর্নীতি জড়িয়ে পড়েছে, যার কারণে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। তবে ঢালাওভাবে এই অভিযোগ প্রযোজ্য নয়, আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যদের কাছ থেকে নাগরিকেরা হয়রানির শিকার হয়ে থাকেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানবাধিকার চেয়ারম্যান এসব কথা বলেন।
মিজানুর রহমান বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে। অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে মানবাধিকার অনেকটা অগ্রগতি হয়েছে। বিশ্বব্যাপী স্বীকৃতিও লক্ষ্য করা গেছে। তবে নাগরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আমরা যতটা অগ্রগতি প্রত্যাশা করেছিলাম, ততখানি অগ্রগতি সাধিত হয়নি।
আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া কৈট্টায় মানবিক উন্নয়ন মিলনায়তনে ‘হিউম্যান রাইটস্ সামার স্কুল’ বিষয়ক কর্মশালাটি আগামি ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। বাংলাদেশ ছাড়াও অন্যান্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের ৪৮জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছেন। ইমপাওয়ারমেন্ট থ্রো ল অফ দ্যা কমন পিপল (এলকপ) এই কর্মশালার আয়োজন করে।
বাংলাদেশ আইন কমিশনের চেয়ারম্যান ড. শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট, ল অ্যা- ডেভেলপমেন্ট স্টাডিসের নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব:) আবদুর রশীদ, অষ্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান মাইকেল এ এডামস্ প্রমুখ বক্তব্য রাখেন।