স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে সিপিবি
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫
দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক কাস্তে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় জানানো হয়েছে। ডিসেম্বরে পৌরসভা নির্বাচন ও মার্চে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে বলে বলা হয়েছে। এ সব নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের বিধানও করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশে নির্বাচন ব্যবস্থাকে জিয়া ও এরশাদের শাসনকালের মত পুনরায় কার্যত এক ধরনের প্রহসনে পরিণত করা হয়েছে। টাকার খেলা, পেশীশক্তি ও হোন্ডা-গুন্ডার দাপট, প্রশাসনিক কারসাজি, সাম্প্রদায়িক ধুম্রজাল ইত্যাদি অবাধ-নিরপেক্ষ নির্বাচনের পথে প্রধান অন্তরায়। আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী সংস্কারের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে জনমত সংগঠিত করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সংবিধানে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ এবং সেই লক্ষ্যে প্রতিটি স্তরের স্থানীয় সরকারকে নিজ নিজ এখতিয়ারের মধ্যে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান ও পূর্ণ ক্ষমতায়নের নির্দেশনা আছে। কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থাকে মন্ত্রণালয় ও এমপি দ্বারা নিয়ন্ত্রিত করার পথ অনুসরণ করা হচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ইত্যাদি সংস্থার প্রকৃত ক্ষমতায়নের দাবিটি সোচ্চার করা এবং তার পক্ষে জনগণের ম্যান্ডেট গ্রহণে প্রয়াসী হতে হবে।