সিরাজগঞ্জে ইয়াবা ও গাজাসহ আ’লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০১৫
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে ইয়াবা ও গাঁজাসহ উপজেলা আওয়ামী লীগ নেতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোরে বগুড়া আর্মড পুলিশ ব্যাটিলিয়নের (এপিবিএন) একটি বিশেষ টিম কাজিপুরের সোনামুখী ইউনিয়ন পরিষদ ভবন অভিযান চালিয়ে ২২৫ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাজাসহ দুইজনকে আটক করেন।
আটক উজ্জল কুমার ভৌমিক (৪৫) কাজিপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য এবং তার সহযোগী বাবু (২৫) পাঁচগাছী গ্রামের আব্দুল বারিকের ছেলে। পরে তাদেরকে কাজিপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি শামসুজ্জোহার নেতৃত্বে বগুড়া আর্মড পুলিশ ব্যাটেলিয়নের (এপিবিএন) একটি বিমেষ টিম সোনামুখী ইউনিয়ন পরিষদ ভবনে অভিযান চালায়। এ সময় পরিষদের দ্বিতীয় তলা ভবন থেকে ২২৫ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম গাঁজা উজ্জল কুমার ভৌমিক ও বাবুকে আটক করেন। পরে এবিপিএন সদস্যরা দুইজনকেই কাজিপুর থানায় সোপর্দ করেন। এ ঘটনায় আমর্ড ব্যাটেলিয়নের এক সদস্য বাদী হয়ে মামলা দায়ের করেছেন।